Facebook
From Botched Curlew, 1 Year ago, written in Plain Text.
Embed
Download Paste or View Raw
Hits: 130
  1. ? ফ্যাকাল্টি রিভিউ ?
  2.  
  3. ? ফ্যাকাল্টি : কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল  (CSE)
  4.  
  5. ? ডিপার্টমেন্ট : ৫ টি।
  6.  i) Computer Science and Information Technology (CSIT)
  7.  
  8. ii) Computer and Communication Engineering (CCE)
  9.  
  10. iii) Mathematics
  11.  
  12. iv) Electrical and Electronics Engineering (EEE)
  13.  
  14. v) Physics and Mechanical Engineering (PME)
  15.  
  16. ? Teacher
  17.  
  18. CCE - মোট ৭ জন।  অন ডিউটিতে ৫ জন।
  19. CSIT - মোট ৬ জন।  অন ডিউটিতে ৪ জন।
  20. EEE - মোট ৪ জন। অন ডিউটিতে ২ জন।
  21. PME - মোট ৩ জন। অন ডিউটিতে ৩ জন।
  22. Math - মোট ৩ জন।  অন ডিউটিতে ৩ জন।
  23.  
  24. মোট শিক্ষক  : ২৩ জন (অন ডিউটিতে ১৭ জন)
  25.  
  26. ?Lab : মোট ল্যাব ৯ টি।
  27.  
  28. 1.CIT lab - CSIT ল্যাবে মোট কম্পিউটার রয়েছে ৪০ টি।
  29.  
  30. 2.PME  lab : পিএমই ল্যাবে কোর্স রিলেটেড ল্যাব এক্সপেরেমেন্টার সকল সরঞ্জাম ও টুলস রয়েছে।
  31.  
  32. 3.Advanced Computing lab: এ ল্যাবে ৫০ টি হাই কনফিগারেশনের কম্পিউটার ও ৩ টি LED,  LCOS and Laser প্রজেক্টর রয়েছে।
  33.  
  34. 4.EEE lab: সকল প্রকার এক্সপেরিমেন্টাল সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর,  আরডুইনো টুলস রয়েছে। এক কথায় পারফেক্ট ল্যাব।
  35.  
  36. 5.Virtual lab: এটি একটি ভার্চুয়াল ক্লাস রুম এবং কনফারেন্স রুম। সকল প্রকার ভার্চুয়াল কমিউনিকেশন টেকনোলজি রয়েছে। মোট ৪০ টি আসন রয়েছে। এটা সম্পূর্ন শীততাপনিয়ন্ত্রিত।
  37.  
  38. 6.Mobile Apps and Games Development lab : এটি হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল ল্যাব। প্রায় ৫০ টি হাই পারফর্মেন্স ম্যাক কম্পিউটার রয়েছে। হাই কোয়লিটির গ্রাফিক্স এবং হাই কোয়ালিটির প্রসেসর সম্পৃদ্ধ গেমিং পিসি রয়েছে ল্যাবটিতে।
  39.  
  40. 7. Computer Networking Lab: কম্পিউটার নেটওয়ার্কিং ল্যাবের কাজ মোটামুটি শেষের পথে। এখন উদ্বোধনের পালা। এই ল্যাবটিতে থাকবে প্রায় ৫০ টি হাই পারফরমেন্স কম্পিউটার, থাকবে অনেকগুলো নেটওয়ার্ক টেকনোলজি  ডিভাইস,
  41.  
  42. 8. Computer Software Lab:  আরো দুইটি ল্যাব তৈরির কাজ শুরু হয়েছে অলরেডি। এর মধ্যে একটি ল্যাব হবে Computer Software Lab।  অন্যটি হবে জেনারেল ল্যাব।  এই দুইটি ল্যাবে কম্পিউটার থাকবে ৫০ টির বেশি। এই ল্যাবগুলোতে ছাত্রদের গ্রুপ বা টিমে ভাগ করে অলটাইম কাজ করার সুযোগ করে দেয়া হবে। এই ল্যাব দুটোর বাজেট চলে এসেছে এখন রুম নির্ধারন করে ল্যাব সেটাপের কাজ গুলো করা বাকি আছে।
  43.  
  44. এছাড়া ফ্যাকাল্টিতে নিজস্ব  ডেটা সেন্টার সার্ভার রুম রয়েছে।
  45.  
  46. ? Alumni :
  47.  
  48.  সিএসই ফ্যাকাল্টির Alumni যথেষ্ট সমৃদ্ধ।  এখন পর্যন্ত প্রায় ১৭ টি ব্যাচের ছাত্রছাত্রীরা Alumni তে যুক্ত রয়েছে। Alumni থেকে জব ফেয়ার, শিক্ষাবৃত্তিসহ আরো বহু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজন করা হয় প্রতিবছরই। বেশ সুসংগঠিত Alumni বলা চলে।
  49.  
  50. ☸️ Club : সিএসই ফ্যাকাল্টির অধীনে একটি ক্লাব রয়েছে।  ক্লবটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল PSTU IT Club নামে। কিছুদিন কার্যক্রম বন্ধ থাকার পরে ২০১৯ সালে ক্লাবটির কার্যক্রম পূনরায় শুরু হয় PSTU CSE Club নামে। ২০১৯ সালের পর থেকে ক্লাবের কার্যক্রম পুরোদমে শুরু হয়। বেশ কিছু সফল প্রোগ্রাম সম্পন্ন করেছে ক্লাবটি। প্রোগ্রামিং বুটক্যাম্প, বেশ কয়েকটি ওয়ার্কশপ, প্রোগ্রামিং কনটেস্ট, আইটি কার্নিভাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করা হয়েছে ইতোমধ্যে।
  51.  
  52. ☸️ কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটি:
  53.  
  54. সিএসই ফ্যাকাল্টিতে কয়েকজন শিক্ষক ও ছাত্রদের নিয়ে গড়ে ওঠেছে কম্পিটিটিভ প্রোগ্রামিং কমিউনিটি। বর্তমানে ফ্যাকাল্টিতে বেশ কিছু Expert কম্পিটিটিভ প্রোগ্রামার রয়েছে (Codeforces প্লাটফর্মের রেটিং অনুযায়ী)।
  55.  
  56. নিয়মিত বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়ে থাকে। রানিং ব্যাচ গুলো থেকে প্রায় ১২ টি কম্পিটিটিভ প্রোগ্রামিং টিম রয়েছে। বিভিন্ন ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টে টিমগুলো নিয়মিত অংশগ্রহন করে আসছে এবং প্রতিবছরই কিছু ভাল পজিশন অর্জন করে আসছে টিমগুলো।
  57.  
  58. প্রতিবছর ACM ICPC ঢাকা রিজিয়ন কনটেস্টে  সিএসই ফ্যাকাল্টি থেকে ৩/৪ টি টিম অংশগ্রহ করে থাকে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কতৃক আয়োজিত প্রোগ্রামিং ক্যাম্পগুলোতে সিএসই ফ্যাকাল্টির জন্য ৪/৫ টা টিম  স্টল রাখা হয়ে থাকে।
  59.  
  60. ☸️Course & Credit : আন্ডারগ্রাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে মোট ক্রেডিট আওয়ার ১৬৫.০০
  61.  
  62. ৪ বছরে ১৬৫ ক্রেডিটের কোর্স রয়েছে।
  63.  
  64. ১ম সেমিস্টারে - ২০.২৫ ক্রেডিট
  65. ২য় সেমিস্টারে - ২০.৭৫ ক্রেডিট
  66. ৩য় সেমিস্টারে - ২১.০০ ক্রেডিট
  67. ৪র্থ সেমিস্টারে - ২১.০০ ক্রেডিট
  68. ৫ম সেমিস্টারে - ২১.৭৫ ক্রেডিট
  69. ৬ষ্ঠ সেমিস্টারে - ২১.৭৫ ক্রেডিট
  70. ৭ম সেমিস্টারে - ২২.০০ ক্রেডিট
  71. ৮ম সেমিস্টারে - ১৬.৫০ ক্রেডিট
  72.  
  73. ☸️ স্নাতকোত্তর ডিগ্রি : সিএসই ফ্যাকাল্টিতে একটি ডিপার্ডমেন্টে মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে। প্রথম ব্যাচের ভর্তিকার্যক্রম শেষ করে ক্লাশও শুরু হয়েছে। ইতোমধ্যে মাস্টার্স প্রথম ব্যাচ থেকে দুইজন উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ সরকার কতৃক শিক্ষাবৃত্তি লাভ করেছেন।
  74.  
  75. এছাড়া পবিপ্রবি সিএসই ফ্যাকাল্টি থেকে স্নাতক সম্পন্ন করে গ্রাজুয়েটরা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় গুলোতে পোস্ট গ্রাজুশেশনেট সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত পবিপ্রবির সিএসই গ্রাজুয়েট বুয়েটে পোস্ট গ্রাজুয়েট করার সুযোজ পেয়ছেন ১২ জন। এবং এর মধ্যে ১১ জনই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পেয়েছেন। বুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে পবিপ্রবি সবচেয়ে এগিয়ে। পবিপ্রবির রেশিও সবচেয়ে বেশি। প্রয় ৯০%   রেশিও নিয়ে সবার উপরে রয়েছে।
  76.  
  77. ? বিদেশে উচ্চ শিক্ষা ও জব সেক্টর:
  78.  
  79. গ্রাজুয়েশন সম্পন্ন করা ১৩ টি ব্যাচ থেকে দেশের উচ্চ শিক্ষা ও জবের জন্য পবিপ্রবি সিএসই ফ্যাকাল্টির প্রায় ১৫০ জনের ( Alumni এর সর্বশেষ হিসেব অনুযায়ী) বেশি দেশের বাইরে (আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া,  জাপান,  জার্মানি, ফ্রান্স, রাশিয়া,  ভারতে)  গিয়েছে।
  80.  
  81. গ্রাজুয়েশন সম্পন্ন করে সরকারী জব করছেন প্রায় ৬০%. দেশের গুরুত্ব পূর্ন সরকারি সেক্টরগুলোর আইসিটি অফিসার হিসেবে কর্করত আছেন আমাদের সিএসই গ্রাজুয়েটরা। বাংলাদেশ ব্যাংক সহ দেশের সবগুলো সরকারি ও বেসরকারি ব্যাংকের আইটি সেক্টরে আমাদের গ্রাজুয়েটরা কর্মরত আছেন।
  82.  
  83. দেশের সেরা আইটি ফার্ম ও সফটওয়্যার কোম্পানিতে গুলোতে বেশ দাপটের সাথে কাজ করে যাচ্ছেন পবিপ্রবি সিএসই গ্রাজুয়েটরা।
  84.  
  85. ? কিছু প্রসঙ্গ: CSE ফ্যাকাল্টি পবিপ্রবির একটি ব্রান্ড ফ্যাকাল্টি। গ্রুপে অন্য ফ্যাকাল্টির বিভিন্ন রিভিউ পিন পোস্টে দেয়া থাকলেও ছিল না সিএসই ফ্যাকাল্টির কোনো রিভিউ। কারন এটা এমন একটা ফ্যাকাল্টি সেটার কোনো আলাদা রিভিউ প্রয়োজন হয় না। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের সিএসই সাবজেক্টের সাথে তুলনা করলে উপরের সারিতেই রাখতে হবে পবিপ্রবি সিএসই ফ্যাকাল্টিকে। দেশের সব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পবিপ্রবির অবস্থান সাস্টের সিএসই এর পরেই।
  86.  
  87. সবচেয়ে বড় কথা হল দেশের ৪ টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট) বাদে হাতে গোনা ৪/৫ টি বিশ্ববিদ্যালয়ের ৪/৫ টি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়। সেই ৪/৫ টা বিশ্ববিদ্যালয়ের ৪/৫ টা সাবজেক্টের একটি হল  PSTU সিএসই। সাস্টের সিএসই, MIST এর অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাকের সিএসই, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি সিএসই BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়ে থাকে।  কারণ এই সব ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টগুলোর ইনফোস্ট্যাকচার ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউশনের স্যান্ডার্ড ফলো করে। এর সদস্য হতে হলে ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউশনের অনেক কঠিন কঠিন শর্ত ও স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। যেটা পবিপ্রবি সিএসই ফ্যাকাল্টি করতে পেরেছে।
  88.  
  89. সবচেয়ে গুরুত্বপূর্ন যে বিষয়টি সেটা হল সিএসই ফ্যাকাল্টি যে কারনে সবার থেকে আলাদা। ২০০০ সালে মহান জাতীয় সংসদে "পটুয়াখালী বিশ্ববিদ্যালয় আইন" পাস হয় এবং সেই পাশকৃত আইনে বলা হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এবং সেখানে "কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল" নামে একটি বিষয় থাকবে। সাথে আরো অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়াদি থাকবে। শুধু মাত্র একটা বিষয়কে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে গুরুত্ব দিয়ে আসা হয়েছে। যতদিন পবিপ্রবি থাকবে ততদিন পবিপ্রবির ব্রান্ড ফ্যাকাল্টি "CSE" ও সগৌরবে এগিয়ে যাবে। "CSE" একটা ব্রান্ড। এর আলাদ কোনো রিভিউ দরকার হয় না ?